• অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি ভাঙার কাজ রুখল পুরসভা
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • অবশেষে আটকানো হলো ঐতিহ্যবাহী বাড়ি ভাঙার কাজ। অলকেন্দ্রনাথ ঠাকুর নির্মিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার কাজ বন্ধ করল বোলপুর পুরসভা। শান্তিনিকেতনের বর্তমান অবনপল্লিতে 'আবাস' নামে বাড়িটির ভাঙচুরের খবর সামনে আসে দিন কয়েক আগে। সংবাদ মাধ্যমে এই খবর দেখেই উদ্যোগী হয় পুরসভা।

    শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘আবাস’ নামের বাড়িটিকেই দিন কয়েক আগে থেকে ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন অবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়ির সঙ্গে ঠাকুর বংশের যোগ থাকায় তাতে অনেকেই আপত্তি জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বহুতল আবাসন নির্মাণের জন্য এই ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙ্গা হচ্ছিল। সেই খবর সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে । এরপরই কার্যত নড়ে চড়ে বসে বোলপুর পুরসভা।

    পুরসভার প্রতিনিধিরা গিয়ে বৃহস্পতিবার বন্ধ করে দেয় বাড়ি ভাঙার কাজ। তালা দিয়ে দেওয়া হয়েছে বোলপুর পুরসভার পুরমাতা পর্ণা ঘোষ জানান, ‘ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বর্তমানে বাড়ি ভাঙার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ তবে কাজ বন্ধ করা নিয়ে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও মন্তব্য মেলেনি। পুরসভার তরফেও কোনওরকম যোগাযোগ করা হয়নি বলে জানানো হয়েছে। তবে পুরসভা সূত্রে খবর, যদি তারা যোগাযোগ করেন তাহলে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য এই বাড়িটিকে না ভাঙতে অনুরোধ করা হবে।

  • Link to this news (এই সময়)