• কেন সব ধর্মকে ভালোবাসেন, কারণ জানালেন মমতা
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতার নিউটাউনে নারায়ণা হেলথ্‌ সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মানবিকতার পাঠ শেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে তিনি কেন সব ধর্মকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন সেই কারণও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এক জনের পোলিও ধরা পড়ায় ভারতকে ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়েছিল। এর থেকে বেরিয়ে আসতে তাঁকে সাহায্য করেছিলেন ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতরা। দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে কাজ করলে কী উপকার হয় সেই কথাও জানান তিনি।

    বৃহস্পতিবার, নিউটাউনে ১১০০ বেডের নারায়ণা হেলথ্‌ সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুটি পর্যায়ে এই কাজ শেষ হবে। এর ফলে সাধারণ মানুষ অল্প ব্যয়ে চিকিৎসা পাবেন। সেখানে প্রায় ১০ হাজার জনের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরে কী ভাবে সাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আনা হয়েছে তাও তুলে ধরেন তিনি। এখন জেলায় জেলায় মেডিক্যাল কলেজ এবং শিশুদের চিকিৎসার জন্য কী ব্যবস্থা করা হয়েছে সেই কথাও জানান তিনি। এই সঙ্গে মানবতার পাঠও সেখান তিনি। মুখ্যমন্ত্রীর মতে, কারোর চিন্তাভাবনা স্বচ্ছ হলেই মানুষের উপকারের জন্য কাজ করা যায়।

    এ দিন ওই অনুষ্ঠানেতাঁরা কেন এই হাসপাতাল করছেন তাও জানান দেবী শেঠি। তাঁর মতে 'বেঙ্গল মিনস বিজনেস'। এই কথার রেশ ধরেই নাম না করে বিরোধীদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যারা বলেন যে এখানে ব্যবসায় বিনিয়োগ হবে না, বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট করে কোনও লাভ নেই তাঁরা এসে দেখা যান। আমাকে মাত্র দিন ১৫ আগে দেবী শেঠি এই হাসপাতাল করার কথা বলেন। আজকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। যারা সমালোচনা করেন এটা তাঁদের জন্য 'আই ওপেনার'। ’

    বহু জাতি এবং ভাষাভাষীর দেশে সব ধর্মের মানুষের এক সঙ্গে থাকার ওপরেও জোর দেন মুখমন্ত্রী। এই সঙ্গে তিনি বলেন, ‘অনেকেই জানতে চান কেন আমি সব ধর্মকে ভালোবাসি। বছর কয়েক আগে হাওড়ার ডোমজুড় এলাকায় একজনের পোলিও ধরা পড়ে। সেই জন্য ভারতকে ব্ল্যাক লিস্টেড করা হয়। অনেকেই পোলিও খাওয়াতে চাইতেন না। আমি তখন সবাইকে কনফিডেন্সে আনার কথা ভাবি। এই জন্য ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত সবার সাহায্য চাই। তাঁদের বলেছিলাম ধর্মের সঙ্গে সামাজিক কিছু কাজও করতে হবে । তাঁরা সবাই সাহায্য করেছিলেন বলেই আমরা পোলিও মুক্ত হয়ে দেশকে ব্ল্যাক লিস্টেড তালিকা থেকে বের করে নিয়ে আসি। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। ’

    রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, তাঁর নিজের পরিচয় তিনি একজন মানুষ এবং তাঁর বিষয় মানবিকতা।

  • Link to this news (এই সময়)