• গোটা দিন বাংলায় সওয়াল-জবাব! অভিনব পন্থায় ভাষা দিবস উদ্‌যাপন কলকাতা হাই কোর্টের!
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • এক দিনের জন্য বাংলা ভাষায় শুনানি হবে কলকাতা হাই কোর্টে! বাংলাতেই সওয়াল-জবাব করবেন আইনজীবীরা। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমনই অভিনব সিদ্ধান্ত নিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

    বিচারপতি বসুর এজলাস সূত্রে খবর, ভাষা দিবস উপলক্ষে শুক্রবার হাই কোর্টের ১৯ নম্বর কক্ষের ওই এজলাসে বাংলায় শুনানি হবে। বিচারপতির ইচ্ছা, ওই একটি দিন অন্তত বাংলায় সওয়াল করুন আইনজীবীরা। তাঁর মতে, ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস। তাই ওই দিন বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে। আদালত সূত্রে খবর, ওই দিন বিচারপতি বসুর এজলাসে সব আইনজীবীকে বাংলায় সওয়াল করতে বলা হবে। গোটা দিন ধরে বাংলাতেই চলবে শুনানি।

    যদিও এই সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন রয়েই যাচ্ছে। যেমন, সওয়াল-জবাব বাংলায় হলেও নির্দেশ এবং রায় ইংরেজিতেই দেওয়া হবে। হাই কোর্টের অনেক আইনজীবীই বাংলা বলতে পারেন না। সে ক্ষেত্রে কী করে বাংলায় শুনানি হওয়া সম্ভব? যদিও আদালতের ব্যাখ্যা, বাংলায় কথা বলা বাধ্যতামূলক নয়। যে সব আইনজীবী বাংলা বোঝেন না কিংবা বলতে পারেন না, তাঁরা চাইলে ইংরেজিতে সওয়াল করতে পারবেন।

    প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাই কোর্টে ছিলেন, সে সময় তাঁর এজলাসে টানা এক সপ্তাহ ধরে বাংলায় শুনানি হয়েছিল। ওই সময় একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানিও যথাসম্ভব বাংলাতেই হয়েছে। এজলাসে আইনজীবীরাও পারতপক্ষে বাংলাতেই কথা বলতেন। এ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল, তাঁর এজলাসে আসা অনেকেই ইংরেজি জানেন না। অথবা, আদালতে কী হচ্ছে বুঝতে পারছেন না। তাই সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন, সে জন্য বাংলাতেই কথা বলার চেষ্টা করা হত।

    সাধারণত, কলকাতা হাই কোর্টে শুনানির কাজ হয় ইংরেজিতে। ইংরেজিতেই কথা বলতে হয় আইনজীবীদের। কিন্তু দেশের বেশ কিছু হাই কোর্টে এখন ইংরেজির পাশাপাশি হিন্দিতে সওয়াল করতে দেখা যায় আইনজীবীদের। তবে ইংরেজিতে সওয়াল-জবাব হলেও সাধারণের বোঝার সুবিধার জন্য কলকাতা হাই কোর্টের বেশ কিছু নির্দেশনামা বাংলাতেও তর্জমা করে দেওয়া হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নির্দেশনামাও বাংলা-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয়ে থাকে।

  • Link to this news (আনন্দবাজার)