• নিয়মিত নজরদারি চালাতে হবে, শহরে বেআইনি পার্কিং নিয়ে পুলিশকে নির্দেশ হাই কোর্টের
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • শহরে বেআইনি পার্কিং নিয়ে পুলিশকে কড়া নজরদারি করতে বলল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বেআইনি পার্কিংয়ের উপর পুলিশকে নিয়মিত নজরদারি চালাতে হবে। ওই বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে।

    বেআইনি পার্কিং নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। বেআইনি পার্কিং নিয়ে পুলিশকে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। প্রয়োজনে বড় জরিমানা করতে পারবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এ কথাও জানিয়েছে আদালত।

    শহরে বেআইনি পার্কিং সমস্যা নতুন নয়। এর আগেও পার্কিংয়ের বিষয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। বেআইনি পার্কিং বন্ধ করার জন্য নানা পদক্ষেপও করা হয়। কিন্তু তার পরেও এই সমস্যা থেকেই গিয়েছে। গত বছরে বেআইনি পার্কিং সমস্যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল হাই কোর্ট। বিধাননগর পুর এলাকায় বেআইনি পার্কিং সংক্রান্ত অভিযোগে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তখন জানায়, তাদের কোনও নির্দেশই সাহায্য করতে পারবে না, যদি কারও কিছু করার ইচ্ছা না থাকে।

    শহরের রাস্তায় বেআইনি পার্কিংয়ের রমরমা বন্ধ করতে পরীক্ষামূলক ভাবে নগদহীন লেনদেনের ব্যবস্থা চালু করা হয়েছিল ২০২৩ সালে। মনে করা হয়েছিল, নয়া ব্যবস্থায় পার্কিং জট কাটবে। কিন্তু তার পরেও বেআইনি পার্কিংয়ের প্রবণতা রোখা যায়নি বলেই শহরবাসীদের অনেকেই দাবি করেছেন।

  • Link to this news (আনন্দবাজার)