প্রেমিকার আত্মহত্যার পর ১৫ দিনও কাটেনি। আত্মঘাতী প্রেমিক। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে উদ্ধার হলো যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম অর্জুন মাল (২৪)। বীরভূমের নলহাটি থানার ধরমপুরের বাসিন্দা ছিলেন তিনি।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন ছাত্রাবাসে থাকতেন অর্জুন। বোটানি দ্বিতীয় বর্ষের (এমএসসি) ছাত্র ছিলেন তিনি। অর্জুনের বাবা রাজকুমার মাল জানান, ১২-১৩ দিন আগে ছেলের প্রেমিকা মারা যায়। এর পর থেকেই ছেলে কেমন একটা হয়ে গিয়েছিল। খুব একটা কথাবার্তা বলত না।
রাজকুমারের কথায়, ‘মেয়েটাকে আমার ছেলে খুব ভালোবাসত। কিন্তু ওর বাড়ির লোক জোর করে অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে। মেয়েটা তা মেনে নিতে পারেনি। তাই আত্মঘাতী হয়। আজ আমার ছেলেটাও চলে গেল।’
অর্জুনের বাবা জানান, বুধবারও ছেলের সঙ্গে কথা হয়। টিভির রিচার্জ নিয়ে কথা হয় বাবা-ছেলের। অর্জুনের এক সহপাঠী শিবশঙ্কর জানান, প্রতিদিনই সকালের খাবার খেতে যাওয়ার সময় বন্ধুদের দরজায় হাঁক পারেন। এ দিনও অর্জুনের ঘরে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া মেলেনি। ভিতর দিয়ে দরজা বন্ধ ছিল। তবে দরজায় জোরে ধাক্কা দিতেই ছিটকিনি খুলে যায়। দেখেন, অর্জুন ঝুলছে। পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।