দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর ও পিছমোড়া করে বেঁধে সোনার দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠল। মুর্শিদাবাদের জলঙ্গির পাকুড়দিয়াড় বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ডাকাতির আগে সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সিসিটিভির সামনে কালো প্লাস্টিকও জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতের এই ঘটনায় জলঙ্গির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই দুই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে।
বাজার কমিটি সূত্রে খবর, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পাকুড়দিয়াড় বাজার এলাকায় অনেক দোকান। সেখানেই রাত পাহারায় ছিলেন জলঙ্গি থানার দুই সিভিক কর্মী সামিউল ইসলাম ও অমিত মণ্ডল।
রাত পাহারা চলাকালীন একটি দোকানে আওয়াজ শুনে বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টর্চ জ্বালিয়ে এগিয়ে যেতে থাকেন তাঁরা। অভিযোগ, সেই সময়ই দুষ্কৃতীরা তাঁদের পিছন দিক থেকে মুখে কাপড় বেঁধে মারধর করে। এক পাশে ফেলে রেখে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে। পরে কোনও মতে দুই সিভিক ভলান্টিয়ার থানায় যোগাযোগ করে।
বৃহস্পতিবার সকালে ঘটনার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, কোনও কিছু নিতে পারেনি ডাকাতদল। দোকানের ভিতর ও বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ নিয়ে দোকান মালিক কোনও কথা বলতে চাননি। এমনকী থানায় কোনও লিখিত অভিযোগও দায়ের করেননি। কিন্তু দুই সিভিক ভলান্টিয়ারের এই অবস্থার পর ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।