সকাল থেকে তুমুল বৃষ্টির সঙ্গে লোডশেডিং, অতিরিক্ত সময় দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীদের ...
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রাকৃতিক দুর্যোগে লোডশেডিং হয়ে যাওয়ার জন্য অতিরিক্ত সময় পেল মাধ্যমিক পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে লোডশেডিং হয়ে যায়। এরপরেই পর্ষদের নির্দেশে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয় পরীক্ষার্থীদের জন্য। খুশি ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার শেষদিন। এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। একটু বেলা হলেই শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি। ঝড়বৃষ্টির জন্য পরীক্ষাকেন্দ্রে আসতে একদিকে যেমন পরীক্ষার্থীরা অসুবিধায় পড়ে তেমনি পরীক্ষা শুরু হওয়ার পরেও তারা ভোগান্তির মুখে পড়ে। প্রাকৃতিক বিপর্যয়ে লোডশেডিং হয়ে যায়। দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই সমস্যার মুখোমুখি হয় পরীক্ষার্থীরা। একদিকে বাইরে আকাশ কালো হয়ে অন্ধকার হয়ে গিয়েছে, অন্যদিকে ভিতরে লোডশেডিং। উত্তর লেখা বন্ধ, চুপচাপ বসে থাকতে হয় তাদের। বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক এলাকার বিভিন্ন স্কুলে এই সমস্যায় পড়ে ছাত্র-ছাত্রীরা। শিক্ষকদের তারা অনুরোধ করে যেন অতিরিক্ত সময় তাদের জন্য বরাদ্দ করা হয়।
এরপরেই পর্ষদের অনুমতি নিয়ে অতিরিক্ত সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক তথা কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দনকুমার মাইতি বলেন, 'প্রাকৃতিক দুর্যোগে এদিন জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির জেরে বিদ্যুৎ বিভ্রাট হয়। সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা। বিষয়টি পর্ষদ সচিবকে জানানো হয় এবং শেষপর্যন্ত তাদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়। ছাত্রছাত্রীরাও খুশি হয়েছে।'