• স্কুটিতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল নাবালিকা এবং এক ব্যক্তির...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের নলহাটির পাইকপাড়া গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল নাবালিকা এবং এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যে পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। 

    জানা গিয়েছে, বাসটি মুরারই থেকে নলহাটির দিকে আসছিল। উল্টোদিক থেকে নাবালিকাকে নিয়ে স্কুটি চেপে আসছিলেন চল্লিশোর্ধ এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকপাড়া গ্রামের কাছে এসে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে স্কুটির আরোহীরা ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দ্রুত সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক হলেও চালক ও খালাসি পলাতক বলে পুলিশ জানিয়েছে। 

    ক্ষুব্ধ বাসিন্দারা জানান, এই রাস্তায় প্রায়ই দ্রুতগতিতে গাড়ি যাতায়াত করে। যার জেরে তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। দ্রুত যাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় সেবিষয়ে দাবি তুলেছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)