মহান উদ্যোগ তৃণমূল কাউন্সিলরের, মহাকুম্ভে যাওয়া বাতিল করে সেই অর্থ তুলে দিলেন ছোট্ট অস্মিকার চিকিৎসায়...
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
মিল্টন সেন,হুগলি: জন্ম দিনে মহাকুম্ভে ডুব দিয়ে কিছুটা পূন্য সঞ্চয় করার উদ্দেশ্য ছিল। কিন্তু রানাঘাটের ছোট্ট অস্মিকার বিরল অসুখের খবর জানাজানি হতেই সেই পরিকল্পনা বাতিল করে দিলেন চুঁচুড়া পুরসভার তৃনমূল কাউন্সিলর তথা স্বাস্থ্য দপ্তরের পুরো পারিষদ জয়দেব অধিকারী। মহাকুম্ভে যাওয়ার খরচ বাঁচিয়ে, তা তুলে দিলেন ছোট্ট অস্মিকার পরিবারের হাতে। রানাঘাটে গিয়ে অস্মিকার চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিয়ে এলেন জয়দেব অধিকারী।
বৃহস্পতিবার ছিল জয়দেব অধিকারীর ৫৫ তম জন্মদিন। প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভের মহাযোগ চলছে। তাই জয়দেব বাবু ঠিক করেছিলেন মহাকুম্ভে পূন্যস্নান করবেন। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করলেন তিনি। যাওয়া হল না। এই প্রসঙ্গে জয়দেব বাবুর বক্তব্য, কুম্ভে পরপর ঘটনা এবং যে দূষনের খবর পাওয়া যাচ্ছে তাতে তিনি রীতিমত আতঙ্কিত। তিনি মনে করেন যে, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই হল সব থেকে বড় পূণ্য। তাই তিনি অস্মিকার পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন। সম্প্রতি রানাঘাটের ছোট্ট অস্মিকার বিরল রোগের কথা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাধ্যমত অনেকে তার চিকিৎসার জন্য সাহায্য করছেন।
চুঁচুড়ার তৃনমূল কাউন্সিলরও তাই নিজের জন্মদিনে পঁচিশ হাজার টাকা অস্মিকার মায়ের হাতে তুলে দিলেন। জয়দেব অধিকারী বলেন, "বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। তাই সবাই মিলে অল্প অল্প সাহায্য করলে অস্মিকার চিকিৎসার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। বেঁচে থাকলে আবার কুম্ভ স্নান করা যাবে। কিন্তু অস্মিকার মত শিশুকে বাঁচানোর কাজটা আগে করা প্রয়োজন।"