• উত্তরবঙ্গগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক, কামরা থেকে লাফ দিয়ে পালালেন যাত্রীরা...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় আগুন আতঙ্ক। জানা গিয়েছে, ট্রেনের কামরা থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সালার সংলগ্ন এলাকায়। কামরায় আগুন লেগেছে এই আতঙ্কে বেশকিছু যাত্রী ট্রেনের চেন টেনে দেন। সালার সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস।

    পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং ধোঁয়া বেরোনো বন্ধ হলে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। সেই সময় ট্রেনটির অসংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে এবং বসে থাকা কয়েকজন যাত্রী হঠাৎই ট্রেনের নিচ থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে দেখেন। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করলে হুড়োহুড়ি পড়ে যায় বাকিদের মধ্যেও। ভেতরে থাকা কয়েকজন যাত্রী তৎক্ষণাৎ চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন। খবর পেয়ে ট্রেনের ড্রাইভার এবং গার্ড এসে পৌঁছন। 

    যে অসংরক্ষিত কামরার তলা থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোচ্ছিল সেই জায়গায় পরীক্ষা করেন। সূত্রের খবর, ট্রেনের কোনও ধাতব অংশের সঙ্গে ট্রেনের চাকা বা অন্য কিছুর ঘষা লেগেছিল। যাত্রীরা সেখান থেকে তৈরি হওয়া আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখতে পান। আগুন লাগার আতঙ্কে অনেকেই ওই কামরা থেকে লাফ মারেন বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীরা ফের ফিরে আসেন ট্রেনে। ফের উত্তরবঙ্গের দিকে যাত্রা শুরু করে তিস্তা তোর্সা এক্সপ্রেস।
  • Link to this news (আজকাল)