• ঘরে আলমারির মাথায় বিষাক্ত সাপ, ডাকা হল পুরোহিত, তারপর?
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আলমারির মাথায় বসে আছে বিষাক্ত সাপ। নিচে ভক্তিভরে চলছে পুজো। জ্বলছে ধুপ-ধুনো। ঘন ঘন উলু আর শঙ্খধ্বনিতে কেঁপে উঠছে ঘরের বাতাস। না,  সাপ ধরে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরে কোনও খবর দেওয়া হয়নি। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ায়। জানা গিয়েছে, ওই এলাকার রুইদাসপাড়ার এক দম্পতি নাকি স্বপ্ন দেখেছিলেন শিবরাত্রির আগে তাঁদের বাড়িতে 'নাগদেবতা' আসবেন।

    বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই তাঁরা দেখেন ঘরে আলমারির মাথায় বসে আছে একটি বিষাক্ত সাপ। যেটি কোনোভাবে ঘরে ঢুকে আলমারির উপর ফাঁকা জায়গা পেয়ে বসে পড়েছে। ঘন্টা তিনেক অপেক্ষার পর যখন সাপটি আর কোথাও যায় না তখন দম্পতির মনে হয় হয়ত স্বয়ং নাগদেবতাই পুজো নিতে তাঁদের ঘরে এসেছেন।

    এরপরেই আয়োজন করে ঘটা করে পুজো শুরু হয়। যা দেখতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। এই ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন স্থানীয় যুক্তিবাদীরা। আশঙ্কা প্রকাশ করে তাঁরা বলেন,আস্থা বা বিশ্বাস আলাদা জিনিস। কিন্তু এভাবে একটি বিষাক্ত সাপ ঘরে রেখে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ঝুঁকি রয়েছে। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
  • Link to this news (আজকাল)