পুরুলিয়ায় ঝুমুর গানের কর্মশালার শুভ সূচনা, অংশ নিলেন শতাধিক লোকশিল্পী...
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
অরিন্দম মুখার্জি
পুরুলিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে সামনে রেখে শুরু হল ঝুমুর গানের কর্মশালা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায়, পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বুধবার পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার সূচনা হয়।
জঙ্গলমহল ও পুরুলিয়ার সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম অংশ ঝুমুর গানকে আরও প্রসারিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও মানভূম কালচার একাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মশালায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক লোকশিল্পী অংশ নিয়েছেন।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে আগত শিল্পীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঝুমুর গানের ভবিষ্যৎ দিশা সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন। নতুন প্রজন্মকে লোকসংস্কৃতির সঙ্গে সংযুক্ত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো, মানভূম কালচার অ্যাকাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, বিশিষ্ট কবি সুনীল মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো ও নিয়তি মাহাতো। এছাড়াও পুরুলিয়া জেলার ঝুমুর শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী।