আজকাল ওয়েবডেস্ক: মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সিআইডি। বুধবার অভিযান চালিয়ে তারা উদ্ধার করল প্রায় ৭১২ কেজি গাঁজা। যার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে তারা। হাওড়ার বাউড়িয়াতে এই অভিযানে এই বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহার করা দুটি চার চাকার গাড়ি ও তিনটি মোবাইল ফোন। একসঙ্গে এই বিপুল পরিমাণ গাঁজা শেষ কবে উদ্ধার হয়েছে তা মনে করতে পারছেন না গোয়েন্দারা। ঘটনায় শেখ মাজেদ আলি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, সিআইডির 'নারকোটিক সেল' এবং 'স্পেশাল অপারেশন গ্রুপ' বা এসওজি শাখার আধিকারিকরা বাউড়িয়া পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায়। বাউড়িয়ার একটি গোডাউনে এই অভিযান চালানো হয়েছিল। দেখা যায় গোডাউনের মেঝের নিচে একটি চেম্বারের ভিতর রাখা ছিল অধিকাংশ গাঁজা। এর পাশাপাশি যে গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়েছে সেই গাড়ির মধ্যে দুটি গোপন চেম্বারেও মজুত করা ছিল গাঁজা।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, এই গাড়ি ও গোডাউনের মালিক হল শেখ মাজেদ আলি। এই বিপুল পরিমাণ গাঁজা সে ওড়িশা থেকে সংগ্রহ করে মজুত করেছিল। পরিকল্পনা ছিল, লোক মারফত হাওড়া এবং তার আশেপাশের জেলায় পাচার করবে। সিআইডি জানিয়েছে, এর আগেও মাজেদকে মাদক পাচারের অভিযোগে উলুবেড়িয়া থানা গ্রেপ্তার করেছিল। নদীয়ার করিমপুর থানায় মাদক পাচার সংক্রান্ত মামলায় তাকে খুঁজছিল ওই থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাউড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।