• জামশেদপুর গুলিকাণ্ডে বড় আপডেট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতী
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে আরও দুই দুষ্কৃতী। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতীর নাম মনোজ বারিক ও বিশাল বারিক। বৃহস্পতিবার দক্ষিণ বিধাননগর থানার পুলিশ চিংড়িঘাটার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দুই দুষ্কৃতীকে আটক করে। উল্লেখ্য, জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় চার দুষ্কৃতীর কলকাতায় লুকিয়ে থাকার খবর মেলে। তার মধ্যেই এক ক্যাব চালকের বুদ্ধিতে পুলিশের জালে ধরা পড়ে মহম্মদ আসিফ নামে এক দুষ্কৃতী। প্রগতি ময়দান থানার পুলিশের হাতে আসিফ ধরা পড়লেও সেই সময় পালিয়ে যায় বাকি তিনজন।

    এর মধ্যে দুজন আরও দু’জন গ্রেপ্তার হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। জানা গিয়েছে, জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় কলকাতা গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল চার দুষ্কৃতী। অ্যাপ ক্যাবে থাকাকালীন একজনকে প্রগতি ময়দান থানার পুলিশ গ্রেপ্তার করলেও ট্রাফিক গার্ডে বিপদ বুঝতে পেরে বাকি তিনজন পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে দু’জন চিংড়িঘাটার সামনে লোহাপুর ধরে দৌড়াতে থাকে। পুলিশের ভয়ে তারা যাদবপুর ক্যাম্পাসের ভেতরে পাঁচিল টপকে ঢুকে যায়। সেখানেই নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে খবর দেন দক্ষিণ বিধাননগর থানায়।

    পুলিশ এসে ওই দুই দুষ্কৃতীকে আটক করে নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ জামশেদপুরের বিষ্ণুপুর থানা এলাকায় তিন রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ছিলেন এই চারজনই। ঘটনার পর চার দুষ্কৃতী সেখান থেকে চলে যায় ঘাটশিলায়। পরে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছয় সাঁতরাগাছি। দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল স্টেশন থেকে অ্যাপ ক্যাব বুক করে নিউটাউন পেরিয়ে সাপুরজি যাওয়ার। কিন্তু ওই ক্যাবের চালকের বুদ্ধিতে রাস্তাতেই গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী মহম্মদ আসিফ। বাকি তিনজনের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)