বান্ধবীর সঙ্গে ঝগড়া করেই নিজেই গুলিবিদ্ধ হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল! প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকেরা।
বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হন আইসি জয়ন্ত পাল। বাঁ হাতে গুলি লাগে তাঁর। সেই ঘটনার তদন্তে তৈরি করা হয়েছে বিশেষ দল। সূত্রের খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান নিজের সার্ভিস রিভলভার দিয়েই গুলিবিদ্ধ হন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এ দিন শপিং সেরে সাঁকরাইল থানা এলাকার পোদরার বাসিন্দা তথা আইসির বান্ধবী টিনু দামকে নিয়ে গাড়ি করে ফিরছিলেন জয়ন্ত। গাড়িতে ছিলেন আরও দুই যুবক।
সূত্রের খবর, এক দিনেই হাজার তিরিশেক টাকার বাজার করেন ওই পুলিশ আধিকারিকের বান্ধবী। কেন এতো বিপুল পরিমাণ টাকার বাজার করা হল, তা নিয়ে মাঝ রাস্তাতেই বচসা বাধে দু’জনের মধ্যে। এর পরেই পেট্রোল পাম্পের সামনে গাড়ি দাঁড় করিয়ে গলির মধ্যে ঢুকে যান জয়ন্ত। সেই সময়ই নিজের সার্ভিস রিভলভার বের করে নিজের বাঁ হাতে গুলি করেন তিনি। পরে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ আধিকারিকের বান্ধবীসহ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।