নির্ভয়ার নাম প্রকাশ্যে আনার মামলায় অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি
দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে জোড়া জনস্বার্থ মামলা। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে তৎকালীন পুলিস কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মামলা দায়ের হয়। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণে গোটা বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করতে পারবেন না। এদিন মামলার শুনানির সময় এমনই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চ্যাটার্জী দাস-এর ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, আরজি কর কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়লের বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। বিনীত গোয়লের বিরুদ্ধে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগ রয়েছে। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন তিনি।
প্রসঙ্গত নির্ভয়া ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল কলকাতা পুলিসের প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে। এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। তারপরেই প্রাক্তন সিপির বিরুদ্ধে করা হয়। অভিযোগে বলা হয়, বিনীত গোয়েলের অপসারণের প্রয়োজনীয়তা রয়েছে। এই দাবি নিয়ে কলকাতার রাজপথে আন্দোলনে নামে চিকিৎসক সংগঠন থেকে শুরু করে নাগরিক সমাজ।
প্রশ্ন ওঠে, পুলিসের একটি উচ্চপদে থাকার পরেও ঘটনাস্থলে গিয়ে কিভাবে তথ্যপ্রমাণ লোপাট করলেন বিনীত গোয়েল? এই ঘটনাকে সামনে রেখে সিবিআই তদন্তের দাবি করে মামলা রুজু হয়। প্রাক্তন সিপি-র সেই মামলা থেকে এদিন অব্যাহতি নিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তীতে মামলা কোথায় যাবে, সেটা নির্দিষ্ট হবে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের সিদ্ধান্তে।