• রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৫


  • পূর্বাভাস মতোই বৃহস্পতিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গে হয়েছে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

    দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
    আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ও পূর্ব ভারতে রাজস্থান এবং অসমে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়াও বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

    অপরদিকে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। এ সব কারণেই রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে ইতিমধ্যেই রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত কলকাতায় বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও পুরোপুরি মেঘলা আকাশও থাকতে পারে। বিক্ষিপ্তভাবে টানা চারদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না।

    সপ্তাহান্তে শহর কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়া অন্যান্য জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)