‘স্কচ’ পুরস্কার নিয়ে ভিত্তিহীন মন্তব্য, হিরণকে স্বাধিকার ভঙ্গের নোটিস
দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার স্বাধিকার ভঙ্গের নোটিস টলিউড অভিনেতা হিরণের বিরুদ্ধে। ‘স্কচ’ পুরস্কার নিয়ে রাজ্যের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিতর্কিত মন্তব্যের জেরে খড়গপুরের বিধায়ককে এই নোটিস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিনেতার বিরুদ্ধে এই নোটিস আনেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ মন্তব্য করেছিলেন, অর্থের বিনিময়ে রাজ্য সরকার একের পর এক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। এই মন্তব্যের পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজ্যের শাসকদলের বিধায়করা। তাঁরা এই মন্তব্যকে আপত্তিজনক বলে সরব হন।
এদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নোটিস এনে দাবি করেন, ‘হিরণ যে মন্তব্য করেছেন, তার সপক্ষে তাঁকে নথি জমা দিতে হবে।’ এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেন বলে খবরে প্রকাশ। ১৯ ফেব্রুয়ারি হিরণ বিধানসভার অধিবেশনে অর্থের বিনিময়ে পুরস্কারের বিষয়টি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার টাকার বিনিময়ে সমস্ত ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। খড়্গপুরের বিধায়কের দাবি, তাঁর কাছে এ বিষয়ে সমস্ত তথ্য রয়েছে। এই মন্তব্যের জবাবেই বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। তবে এই নোটিস নিয়ে হিরণ পাল্টা জবাব দিতে গিয়ে বলেন, ‘লিখিত জবাব চাইলে দেব, সব প্রমাণ আছে।’
উল্লেখ্য, গত কয়েক বছরে রাজ্য সরকার একাধিক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। ২০২২ সাল থেকে প্রায় ৪০টি পুরস্কার পেয়েছে রাজ্য। সরকারের একাধিক দপ্তরের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়েছে। সেই পুরস্কার নিয়েই প্রশ্ন তুলেছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্যাগ রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে রেজিস্ট্রেশনের নামে টাকার বিনিময়ে পুরস্কার হাসিল করেছে রাজ্য। এ বিষয়ে তিনি একটি RTI-এর তথ্যের উল্লেখ করেছেন। তবে সেই অভিযোগ শুধু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নয়, উত্তর প্রদেশের যোগী সরকারের বিরুদ্ধেও একইভাবে অর্থের বিনিময়ে ‘স্কচ’ পুরস্কারের অভিযোগ উঠেছে।