• রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! বিপাকে হিরণ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে...
    ২৪ ঘন্টা | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধানসভায় স্কচ মন্তব্যে এবার বিপাকে বিজেপি বিধায়ক হিরণ। খড়গপুর সদরের বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাত্‍ সোমবারের মধ্যে হিরণকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন অধ্য়ক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    ঘটনাটি ঠিক কী? বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের শিরোপা। তৃণমূল জমানায় একাধিকবার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য। গতকাল, বুধবার বিধানসভা বিজেপি বিধায়ক হিরণ অভিযোগ করে, রাজ্য সরকার পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কেনে। এরপরই প্রতিবাদে সরব হন তৃণমূল বিধায়করা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।  সেই ঘটনাতেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়ল। 

    নোটিশ পাওয়ার পর হিরণ বলেন, 'পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয়। পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে, পুলিস বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পশ্চিমবঙ্গে সত্য়ি কথা বললে মানুষের চাকরি যায়। পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে, পশ্চিমবঙ্গে থাকা যাবে না। গতকাল আমি বিধানসভায় সত্যি কথা উল্লেখ করেছিলাম যে, পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে। এবং তার প্রমাণস্বরূপ আমি ভাইচার নম্বর ১৫২৯। সেই ভাউচারের ডেট ২৫ মার্চ ২০২২। ১১ লক্ষ ২৬ হাজার টাকা, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভালপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনে লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল ২৫ মার্চ ২০২২। সমস্ত তথ্য তুলে ধরি। আজকে স্পিকার বলছেন, চন্দ্রিমা ভট্টাচার্য আমার বিরুদ্ধে প্রিভিলেজ এনেছেন'।

    বিজেপি বিধায়কের দাবি, 'আমি ওনাকে শ্রদ্ধেয়া, মাননীয়া, শ্রীমতি চন্দ্রিমাদি বলে সম্বোধন করি। কিন্তু উনি আমাকে বলেন, বেড়েপাকা, তুমি কিছু জানো না, তুমি আমার ছেলের থেকেও ছোট, আগে শিখো এস, নিজেকে  খুব বড় ভাবছ, তিনি কিন্তু আমাকে ব্য়ক্তিগত আক্রমণ করেন। আমার উচিত, ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা। কারণ, উনি পরিষদীয় সংবিধানের সীমা লঙ্ঘন করেছেন'।

  • Link to this news (২৪ ঘন্টা)