• আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের
    প্রতিদিন | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসে আগুন আতঙ্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের ইঞ্জিনে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুর্শিদাবাদের সালার স্টেশনে এই ঘটনাটি ঘটে। তার ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে ঝাঁপও দেন অনেকেই।

    পুলিশ এবং সালার স্টেশন সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ সালার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস। পাঁচ মিনিট পর ট্রেন যখন ছাড়তে শুরু করে তখন যাত্রীরা দেখতে পান ট্রেনের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরচ্ছে। খবর রটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ভাবেন ট্রেনে আগুন লেগেছে। যাত্রীরা ট্রেন থেকে এদিক ওদিক ঝাঁপ দিয়ে বেরিয়ে যান বাইরে।

    খবর যায় স্টেশন মাস্টারের কাছে এবং দমকল বিভাগে। প্রায় কুড়ি মিনিট স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকে তিস্তা তোর্সা এক্সপ্রেস। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীরা ট্রেনে চেপে বসেন। এবং ট্রেন পুনরায় রওনা দেয় বহরমপুরের উদ্দেশ্যে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কেন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে শুরু করল, তা খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)