ফের প্রয়াগরাজগামী ট্রেন ধরতে বিশৃঙ্খলা আসানসোলে, আহত দুই মহিলা
প্রতিদিন | ২১ ফেব্রুয়ারি ২০২৫
শেখর চন্দ্র, আসানসোল: প্রয়াগরাজগামী ট্রেন ধরতে ফের বিশৃঙ্খলা আসানসোল স্টেশনে। ধাক্কাধাক্কিতে পড়ে যান দুই মহিলা। আহত হয়েছেন তাঁরা। যদিও মুহূর্তের মধ্যে তাঁদের উদ্ধার করেছে পুলিশ। তবে ধাক্কাধাক্কি প্ল্যাটফর্মে হয়নি। স্টেশনের হোল্ডিং এরিয়ার বাইরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরপিএফ ও জিআরপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজগামী আসানসোল-আহমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনে ওঠার আগে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হোল্ডিং এরিয়ার বাইরে ডবলুটি অর্থাৎ বিনা টিকিটের যাত্রীরা জিনিসপত্র নিয়ে ভিড় জমান। তারাই কিউ লাইনে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করে। সেই সময় ঝামেলা বাঁধে। তবে শেষ পর্যন্ত বিশাল আরপিএফ, জিআরপি বাহিনী, আসানসোল দুর্গাপুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা তাঁদের পরিকল্পনা মত যাত্রীদের কিউ লাইনে ঢুকিয়ে দেড়শো জন করে যাত্রীকে স্কট করে ওই ট্রেনে চাপিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আসানসোল রেলডিভিশন সূত্রে খবর এই ট্রেনের জন্য সংরক্ষিত ও অসংরক্ষিত মিলিয়ে প্রায় দুহাজারের মত যাত্রীর টিকিট দেওয়া হয়। তাদের টিকিট দেখে হোল্ডিং এরিয়ার কিউ লাইন দিয়ে স্টেশনে ঢুকতে দেওয়া হয়। পরে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হোল্ডিং এরিয়ার বাইরে ডবলুটি অর্থাৎ বিনা টিকিটের যাত্রীরাও ভিড় জমান। তারাই কিউ লাইনে বিশৃঙ্খলা করে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু তাদের আটকে দেওয়া হয়। এবং টিকিট থাকা যাত্রীদের স্টেশনে ঢুকে ট্রেনে চাপিয়ে দেওয়া হয়। অবশেষে ৭ টা ৪০ নাগাদ ট্রেন রওনা করানো হয়।
দিল্লির পদপিষ্টের ঘটনার পর রবিবার আসনসোলে মহাকুম্ভের ট্রেনে ওঠার জন্য চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কোনওমতে পরিস্থিতি সামল দেয় রেলপুলিশ। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাত্রীদের হুড়োহুড়ি আটকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। স্টেশনের বাইরে করা হয় হোল্ড জোন বা প্রতীক্ষালয়। তৈরি করা হয়েছে কিউ ব্যারিয়ার। সেই পরিকল্পনাই বৃহস্পতিবার কাজে লাগল।