• শুভেন্দু ঘনিষ্ঠ নেতার মদ্যপানের ভিডিও ভাইরাল! অন্তর্কলহ বিজেপি যুব মোর্চার দুই ‘লবি’তে
    প্রতিদিন | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: বিজেপির যুব মোর্চার দলীয় কোন্দল এবার প্রকাশ্যে। শুভেন্দু ঘনিষ্ঠ যুব নেতার মদ্যপানের ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। বিষয়টি নিয়ে দিলীপ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে খড়গহস্ত ‘মদ্যপ’ নেতা। গেরুয়া শিবিরের অন্দরে এনিয়ে শোরগোল শুরু হতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী নোটিস পাঠালেন দিলীপ ঘনিষ্ঠ নেতাকে। তাতে অভিযোগ, বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করার জন্যই ওই ভিডিও পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়।

    ঘটনা ঠিক কী? সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন দিলীপ ঘনিষ্ঠ যুব নেতা প্রকাশ জয়সওয়াল। তাতে দেখা যাচ্ছে, বেলঘরিয়ার বাসিন্দা তথা যুব মোর্চার আরেক নেতা অঙ্কন দত্ত মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। প্রকাশ জয়সওয়ালের সেই পোস্টের ক্যাপশনে ইঙ্গিতপূর্ণভাবে আবার ‘বিজেপির পুরোনো কর্মী জিন্দাবাদ’ বলেও লেখা হয়েছে।

    এনিয়ে দলের অন্দরে তীব্র শোরগোল শুরু হতেই অঙ্কন ও শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রকাশ জয়সওয়ালকে আইনি নোটিস পাঠান। আইনজীবী সুদীপ্ত রায়ের অভিযোগ, “ভিডিওটি ভিত্তিহীন। সেটাকে পোস্ট করে শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর ছবিও পোস্ট করা হয়েছে। ভিডিওর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও সম্পর্ক নেই। তবুও ছবি পোস্ট করার উদ্দেশ্যই হল বিধানসভার বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করা। এই কারণেই আইনি নোটিস।”

    বিজেপি সূত্রে খবর, কলকাতার বাসিন্দা প্রকাশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুগামী। তাদের দাবি, সেই কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মদ্যপ যুব মোর্চার নেতার ঘনিষ্ঠতা প্রমাণ করতে এই পোস্ট। তবে এনিয়ে অঙ্কন বা প্রকাশ ? কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। প্রকাশ ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দিয়েছেন বলেও জানা যাচ্ছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য কিশোর কর জানিয়েছেন, “প্রকাশ জয়সওয়াল সম্পর্কে জানা নেই। অঙ্কন বিজেপি করে। তবে কী পোস্ট করেছে, তা বলতে পারব না। তবে বিরোধী দলনেতাকে জড়িয়ে যদি কিছু হয়ে থাকে সেটা বাঞ্ছনীয় নয়। অবশ্যই বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব দেখবেন।”
  • Link to this news (প্রতিদিন)