• রাতের শহরে প্রাক্তন মেয়রের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা! পুলিশি তৎপরতায় রক্ষা শোভন-বৈশাখীর
    প্রতিদিন | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার ব্যস্ত বাইপাসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা। তাঁর গাড়িতে ধাক্কা না মারতে পারায় শেষমেশ পুলিশের এসকর্ট কারকে পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। নাবালক দুজনকে বিধাননগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর।

    পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শোভন চট্টোপাধ্যায়। ওই গাড়িতেই ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ইকো পার্কের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তিনি ও কলকাতার প্রাক্তন মেয়র। হোটেল থেকে বেরনোর পরই কালো রঙের একটি গাড়ি তাঁদের গাড়ির পিছু নিয়েছিল। তাঁদের গাড়ির পিছনে ছিল পুলিশের এসকর্ট কার। সেই গাড়িটিকে ওভারটেক করে প্রাক্তন মেয়রের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে ওই কালো সেডানটি। তাও একবার নয়, গাড়ির গতি বাড়িয়ে তিনবার ধাক্কা মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে শেষমেশ পুলিশের গাড়ির পিছনে গিয়েই ধাক্কা মারে ওই গাড়িটি। এসকর্ট কারের পিছনের অংশ খানিকটা ভেঙেও যায়। এমন ঘটনার পরই পালানোর চেষ্টা করে কালো সেডানটি। কিন্তু পুলিশ সেটিকে ধরে ফেলে। গাড়ি থেকে দুই নাবালককে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই দুই নাবালক জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে ঘুরতে বেরিয়েই তারা নাকি এমন কাণ্ড ঘটিয়েছে।

    এদিকে শোভন চট্টোপাধ্যায় জানান, বেপরোয়া গতিতে গাড়িটি যেভাবে ধাক্কা মারার চেষ্টা করছিল, তা দেখে তিনি বিস্মিত। বিধাননগর দক্ষিণ থানায় তিনি অভিযোগ দায়ের করছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও অভিসন্ধি রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)