• মহাকুম্ভে না গিয়ে জমানো টাকা নিয়ে অসুস্থ খুদের পাশে চুঁচুড়ার কাউন্সিলর
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • বহুদিনের ইচ্ছে ছিল মহাকুম্ভে যাবেন। মনে মনে পুণ্য অর্জনের ইচ্ছেও ছিল। তার জন্য টাকা জমিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মহাকুম্ভে গেলেন না তিনি, তার বদলে একরত্তি অসুস্থের পাশে দাঁড়ালেন তিনি। তুলে দিলেন জমানো সব টাকা। ইনি চুঁচুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী। তিনি ওই পুরসভার স্বাস্থ্য পারিষদ পদেও রয়েছেন।

    রানাঘাটের দাস পরিবারের ছোট্ট সদস্য অস্মিকা দাস। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি নামে এক জটিল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা। তাঁকে বাঁচানোর জন্য যে ইঞ্জেকশন প্রয়োজন, তার দাম ১৬ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই অনেকে সাহায্য করছেন অস্মিকার বাবা-মাকে। তা দেখেই এই কাজ করবেন বলে স্থির করেন জয়দেব। তাঁর পরিকল্পনা ছিল জন্মদিনের দিন মহাকুম্ভে গিয়ে সঙ্গমে ডুব দেবেন। কিন্তু সেখানে গেলেন না কেন? জয়দেব বলছেন, কুম্ভে পরপর যা ঘটনা ঘটল। যে দূষণের খবর দেখছি, তাতে সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করলাম। মানুষ হিসাবে কোনও মানুষের পাশে দাঁড়ানোই হলো সব থেকে বড় পুণ্য। তাই অস্মিকার পাশে দাঁড়ানোর ভাবনা।’

    বৃহস্পতিবারই ৫৫তম জন্মদিন ছিল জয়দেব অধিকারীর। সেই দিনই অস্মিকার পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেন তিনি। মহাকুম্ভে যাওয়ার জন্য ২৫ হাজার টাকা জমিয়েছিলেন, সেই টাকাই দেন তিনি।

    কিছু দিন আগে বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলরেরা সবাই মিলে এক মাসের বেতন তুলে দিয়েছিলেন অস্মিকার পরিবারের হাতে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে এগিয়ে এসেছিলেন এই কাজে। কাউন্সিলরদের বেতন থেকে উঠেছিল ২ লক্ষ ৫১ হাজার টাকা। এই উদ্যোগের কথা জানতে পেরে এগিয়ে এসেছিেলন স্থানীয় কিছু বাসিন্দা। তাঁরা সাধ্যমতো চাঁদা দিয়ে ৬ লক্ষ টাকা জোগাড় করেন। তার পরে সেই টাকা তুলে দেওয়া হয় পরিবারটির হাতে।

  • Link to this news (এই সময়)