• প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • রাতের শহরে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, বৃহস্পতিবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে নিউ টাউন থেকে ফিরছিলেন শোভন।

    অভিযোগ, সল্টলেক দক্ষিণ থানা এলাকায় শোভনের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনার জেরে গাড়িটির ক্ষতি হলেও কার আঘাতও লাগেনি। শোভন বলেন, ‘রাস্তাতেই একটা গাড়ি আমাদের পিছু নেয়। নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা আমাদের গাড়িকে কভার করে। তখনই এসকর্ট গাড়িটায় ধাক্কা লাগে।’

    কী কারণে ওই গাড়িটি তাদের পিছু নিয়েছিল তা অবশ্য তিনি বুঝে উঠতে পারছেন না বলে দাবি করেছেন প্রাক্তন মেয়র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গাড়িতে যে দু’জন ছিল, তারা নাবালক। রাত অবধি শোভন ওই দুই নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে দাবি করেছে ওই দু’জন। এই দাবি কতটা সঠিক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)