• 'একবার নয় তিনবার,' শোভন-বৈশাখীর গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টার অভিযোগ! ছিল কারা?
    হিন্দুস্তান টাইমস | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • তিনি কলকাতার প্রাক্তন মেয়র। তিনি শোভন চট্টোপাধ্য়ায়। আর সেই শোভনের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা। কলকাতার রাস্তায় একেবারে নিরাপত্তা টপকে শোভন চট্টোপাধ্য়ায়ের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। এমনকী শোভনের গাড়িকে বাঁচানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু তারপরে পুলিশের গাড়িতেই ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু কোন গাড়ি করল এমন কাণ্ড? কারা ছিল গাড়িতে? 

    তবে শোভনের গাড়িকে ধাক্কা দিতে না পারলেও ওই গাড়িটি পুলিশের গাড়িকে প্রায় ধাক্কা দিচ্ছিল বলে অভিযোগ। পুলিশ অভিযোগ দায়ের করেছে বলে খবর। তবে কেন এভাবে শোভনের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা, কেউ কি তাদের পাঠিয়েছিল, কিছু কি বদ মতলব ছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে। তবে গাড়িটি অত্যন্ত স্পিডে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালটা পুলিশও গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। 

    প্রথমেই জেনে নিন কোথায় গিয়েছিলেন শোভন? সঙ্গে কে ছিলেন? আসলে ইকো পার্কের একটা অভিজাত হোটেলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শোভন। গাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। কী হয়েছিল ঘটনাটি? 

    আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন বৈশাখী। তিনি বলেন, ইকো পার্ক থেকে বের হওয়ার পরে একটা কালো রঙের সেডান গাড়ি পিছু নিয়েছিল। পুলিশের এসকর্ট কার আমাদের পেছনে ছিল। সেটাকে টপকে আমাদের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। একবার নয়, পুলিশের বারণ সত্ত্বেও তিন বার ধাক্কা মারার চেষ্টা করে। দাবি বৈশাখীর। 

    এদিকে কারা ছিল ওই সেডান গাড়িতে? 

    সূত্রের খবর, ওই গাড়িতে দুজন কমবয়সি আরোহী ছিল বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। ওদের বাড়ির গার্ডেনরিচের কাজিপাড়ায়। 

    তবে পুলিশ গিয়ে গাড়িটিকে আটকায়। যার জেরে শোভনের গাড়িতে ধাক্কা লাগেনি। রাস্তাতেই দুই আরোহীকে নামিয়ে পুলিশ প্রশ্ন করে। এমনকী শোভন ও বৈশাখীও গাড়ি থেকে নেমে পড়েন। তাঁরাও কথা বলেন গাড়ির আরোহীদের সঙ্গে। কেন তারা এভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল সেটা তারা জানতে চান। 

    গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি মালদায় তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এরপর এনিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার একেবারে শহর কলকাতায় প্রাক্তন মেয়রের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা। এর পেছনে কোনও ছক ছিল কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে। কেন তারা বেপরোয়া গাড়ি চালাচ্ছিল সেটাও দেখা হচ্ছে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)