সংবাদদাতা, মানবাজার: গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হস্তশিল্পের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মানবাজারে। ভারত সরকারের আইসিএআর-এনআইএনএফইটির উদ্যোগে এবং এলাকার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ শিবিরটি হয়। বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ নেওয়া ৪০ জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আইসিএআরের প্রিন্সিপাল সায়েন্টিস সমীরবরণ রায়, মানবাজারের মহকুমা শাসক মানজার হোসেন আনজুম, মানবাজার-১ বিডিও দেবাশিস ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি প্রমুখ। জানা গিয়েছে, মানবাজারের পাথরমহড়া কমিউনিটি হলে ১০দিন ধরে ৪০ জন মহিলাকে পাটজাত হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। মানবাজারের কুড়ুমট্যাড় গ্রামের নেহারি বাউরি ও পেদ্দা গ্রামের আরতি বাউরি বলেন, আমরা ১০ দিন ধরে প্রশিক্ষণ নিয়ে পাটজাত বিভিন্ন জিনিস তৈরি করতে শিখেছি। ঘর সাজাবার উপকরণ থেকে ব্যাগ সহ অনেক কিছুই তৈরি করেছি। এতে আমাদের উৎসাহ বেড়েছে। আগামী দিনে বাড়িতেই তৈরি করে, তা বিক্রির চেষ্টা করব। -নিজস্ব চিত্র