• ‘বি প্লাস’ পেল নন্দীগ্রাম সীতানন্দ কলেজ
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: ন্যাকের বিচারে ‘বি প্লাস’ গ্রেড পেল নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। ২০১৭সালের পর দীর্ঘ আট বছরের ব্যবধানে এবার কলেজে ন্যাক ভিজিট হয়। এবার ‘এ’ গ্রেড নিয়ে বেশ আশাবাদী ছিল কলেজ কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে বেশকিছু কাজকর্মও হয়েছিল। কিন্তু, ‘বি প্লাস’ গ্রেড আসায় কিছুটা হতাশ কর্তৃপক্ষ। গত ৪ ও ৫ফেব্রুয়ারি ওই কলেজে ন্যাক ভিজিট হয়। কলেজ গেটে পুলিস মোতায়েন রেখে ন্যাক ভিজিটের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। ন্যাক পরিদর্শক দল ছাত্রছাত্রীদের সঙ্গে মুখোমুখি হওয়ার সময় পড়ুয়াদের একাংশ ঘন ঘন কলেজে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা ও পুলিস মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ঘটনা ন্যাকের মূল্যায়নে কোনও প্রভাব ফেলল কিনা তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি আবু তাহের বলেন, ২০১৭ সালে আমরা বি গ্রেড পেয়েছিলাম। তারপর কলেজে পরিকাঠামোয় আমূল বদল হয়েছে। আমরা এবার এ গ্রেড নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু, একটুর জন্য সেটা হয়নি।
  • Link to this news (বর্তমান)