সংবাদদাতা, কাঁথি: একশ্রেণির ব্যবসায়ীদের কারণে ভেনামি ও বাগদা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে বৃহস্পতিবার কাঁথি মীনভবনে জেলা মৎস্যদপ্তরে বিক্ষোভ দেখালেন চাষিরা। একইসঙ্গে জেলা সহ মৎস্য-অধিকর্তা(সামুদ্রিক), জেলা সহ মৎস্য অধিকর্তা(সাধারণ) এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের কাছেও ডেপুটেশন দেওয়া হয়। এদিন শতাধিক চাষি এই বিক্ষোভ ও ডেপুটেশনে শামিল হন।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার একটি বড় অংশের মানুষ ভেনামি চাষের উপর নির্ভরশীল। চাষিদের অভিযোগ, তাঁদের নিয়ন্ত্রণ করছেন বড় ব্যবসায়ীরা। তাঁরা দাম নেই বলে উৎপাদিত ভেনামি কম দামে বিক্রি করতে বাধ্য করছেন। এক্সপোর্টারদের এখানে ঢুকতে দিচ্ছেন না। দাম না পেয়ে চাষিদের কেউ আত্মহত্যা করছেন। কেউ ভিনরাজ্যে কাজে চলে গিয়েছেন। ওই বড় ব্যবসায়ীরা রীতিমতো সিন্ডিকেট চালাচ্ছেন। এদিন চাষিদের পক্ষে রাকেশ মাইতি, অজিতেশ পাহাড়ী সহ অন্যান্যরা বলেন, সমস্যার সুরাহা না হলে আমরা আগামীদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হব। পাশাপাশি বড় আন্দোলনে নামা হবে।
মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা বলেন, আমরা চাষিদের সঙ্গে সহমত পোষণ করছি। আগামীদিনে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জেলা সহ মৎস্য-অধিকর্তা(সাধারণ) সৌরেন্দ্রনাথ জানা ও সহ মৎস্য-অধিকর্তা(সামুদ্রিক) সুমন সাহা বলেন, দাবিপত্র খতিয়ে দেখা হচ্ছে।