টাকা নিয়ে পালাতে গিয়ে কাঁথিতে ধরা পড়ল দুই বানজারা মহিলা
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরে টাকা নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল দুই বানজারা মহিলা। তাদের কাছ থেকে ছিনতাই করা ৪০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দু’জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। তাদের বাড়ি পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার কাঁথির বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তোলেন। টাকাটি ব্যাগে ঢোকান।
তারপর তিনি টোটোয় চেপে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই দুই মহিলা টোটোতে ওঠে। তারপর ওই শিক্ষকের অন্যমনস্কতার সুযোগে টাকার ব্যাগটি নিয়ে টোটো থেকে নেমে অন্য একটি টোটোয় চেপে পালানোর চেষ্টা করে। টোটোচালকের সন্দেহ হওয়ায় তিনি তাদের ব্যাগে তল্লাশি করেন। এরপর ৪০ হাজার টাকা উদ্ধার করে শিক্ষকের হাতে তুলে দেন। খবর পেয়ে পুলিস তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।