• ফাঁদ পেতেও হদিশ মিলল না ভেড়াখেকো অজানা জন্তুর
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: ফাঁদ পেতে, ট্র্যাপ ক্যামেরা লাগিয়েও বৃহস্পতিবার পর্যন্ত রঘুনাথপুরের গোবরান্দা গ্রামের অজানা জন্তুকে ধরা যায়নি। পুলিস, বনদপ্তর ও গ্রামবাসীরা যৌথভাবে পাহারা দিচ্ছে। কিন্তু অজানা জন্তুর সন্ধান না পাওয়ায় প্রশাসনের ঘুম উড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরান্দা গ্রামে অজানা জন্তু বেছে বেছে শুধুমাত্র ভেড়াদেরই আক্রমণ করছে। অন্য পশুদের বাদ দিয়ে শুধুমাত্র ভেড়াদের আক্রমণ করার ঘটনা বনদপ্তরকে চিন্তায় ফেলেছে। কারণ এমন কোনও মাংসাশী প্রাণী নেই যা শুধুমাত্র বেছে বেছে ভেড়াদের আক্রমণ করে। আরও চিন্তার বিষয়, এক্ষেত্রে ভেড়াদের রক্ত শুষে নিচ্ছে। আর তাই নিয়ে প্রশাসন যেমন চিন্তায় পড়েছে, তেমনি গ্রামবাসীদের মনেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে গ্রামে তিনটি বিশেষ জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। এলাকাজুড়ে ফাঁদ পাতা হয়েছে। কিন্তু তারপরেও কোনও জন্তুর সন্ধান পাওয়া যায়নি। ফলে আপাতত প্রশাসনের কাছে জন্তুর সন্ধান পেতে ভগবানই ভরসা হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্ত হয়েছে, দু’-একদিনের মধ্যে গ্রামে জন্তুর না দেখা মিললে আগামী দিন ভেড়াকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হবে। রঘুনাথপুর বন বিভাগের রেঞ্জার নীলাদ্রি সখা বলেন, আমরা জন্তুর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
  • Link to this news (বর্তমান)