• যুব মোর্চার দাবি
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: সম্প্রতি মেখলিগঞ্জ পুরসভাকক্ষ থেকে মনীষী পঞ্চানন বর্মার ছবি সরানো নিয়ে সমাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে এবং আরও একাধিক দাবিতে বৃহস্পতিবার মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের জলপাইগুড়ি জেলা সহ সভাপতি জ্যোতিবিকাশ রায়ের নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়। সঙ্গে ছিলেন সংগঠনের মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার মানস রায়, অভিজিৎ কুণ্ডু। মেখলিগঞ্জ-হলদিবাড়ি মোড়কে ঠাকুর পঞ্চানন বর্মার নামে নামকরণ করা, মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি স্থাপন করা সহ একগুচ্ছ দাবির কথাও স্মারকলিপিতে উল্লেখ করেছেন। পুরসভার চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলেন। তাঁরা কিছু বিষয়ের কথা তুলে ধরেন। যেগুলির ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)