• বধূর অস্বাভাবিক মৃত্যু কুমারগ্রামে
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের দক্ষিণ হলদিবাড়ি গ্রামে অন্তঃসত্ত্বা এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। বুধবার রাতে বাড়িতে অসুস্থ বোধ করছিলেন দেবীকা দাস। তাঁকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে দেহ উদ্ধার করে কুমারগ্রাম থানার পুলিস ময়নাতদন্তে পাঠায়। দেবীকা দাসের স্বামী নালচন সূত্রধর বলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। বুধবার রাতে সে অসুস্থ বোধ করে। তখন সে ওষুধ খায়। এরপরই এই ঘটনা ঘটে গেল। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হচ্ছে।
  • Link to this news (বর্তমান)