কো-অপারেটিভ সোসাইটির ভোটে ৯ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ন’জন। কো-অপারেটিভ নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট সোসাইটির আসন সংখ্যা ১৫টি। তাতে মনোনয়ন দাখিল করেছিলেন ৫২ জন। যারমধ্যে তৃণমূল কংগ্রেস প্রভাবিত ২২ জন মনোনয়ন দাখিল করেছিলেন। সাতজনই গোঁজ ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার তৃণমূল প্রভাবিক শিক্ষক, অফিসার ও কর্মীরা আলোচনা করে গোঁজ কাঁটা তুলে নিয়েছেন। এখন ঘটাসফুল শিবির যথেষ্ট চনমনে।
তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সভাপতি ভাস্কর বিশ্বাস অবশ্য বলেন, ওই নির্বাচন নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবেই লড়াই করছি। তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের কো-অপারিটিভ সোসাইটির নির্বাচন নিয়ে দলে জোয়ার এসেছে। এজন্য অতি উৎসাহিত হয়ে অনেকে মনোনয়ন দাখিল করেছিলেন। আলোচনার মাধ্যমে প্রার্থীর চূড়ান্ত প্যানেল তৈরি করা হয়েছে। শুধু তৃণমূলের সাতজন নন, এদিন আরও দু’জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদিন বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ সোসাইটির সহকারী নির্বাচন আধিকারিক অংনি লামা বলেন, নির্বাচনের মনোনয়পত্র প্রত্যাহার পর্ব সুষ্ঠুমতো মিটেছে।