মার্চের মধ্যেই অঞ্চল সভাপতি পদে ব্যাপক রদবদল তৃণমূলে
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, দেওয়ানহাট: লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন। তার আগেই কোচবিহার জেলাজুড়ে সংগঠনকে সাজাতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূলের অঞ্চল সভাপতি পদে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে আগামী মাসের মধ্যেই। সেজন্য ইতিমধ্যেই অঞ্চল সভাপতি পদের জন্য তিনটি করে নাম পাঠাতে ব্লক সভাপতিদের নির্দেশও দিয়েছে জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই অনেক ব্লক সভাপতি অঞ্চল সভাপতি পদের জন্য সম্ভাব্য তিনটি করে নাম পাঠানোও শুরু করেছেন বলে তৃণমূল সূত্রে খবর।
এবারের লোকসভা ভোটে কোচবিহার আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে সাফল্য পেয়েছে তৃণমূল। দলীয় প্রার্থী লোকসভা ভোটে জয়ী হলেও অনেক অঞ্চলে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল।
তৃণমূলের অন্দরের খবর, লোকসভা ভোটের ফল যেসব অঞ্চল ও ব্লকগুলিতে দলের প্রার্থীকে লিড দিতে পারেনি সেই সব অঞ্চলে সভাপতি, চেয়ারম্যানদের পাশাপাশি ব্লকের ভোটের ফল পর্যালোচনা করে, অভ্যন্তরীণ দলীয় রিপোর্টের ভিত্তিতে একাধিক ব্লক সভাপতির পদেও রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাজুড়ে অনেক অঞ্চল সভাপতি পদেও রদবদল হতে চলেছে। আগামী মাসের মধ্যে জেলায় ওই রদবদলের সম্ভাবনা রয়েছে। ফলে তৃণমূলের অন্দরে সাংগঠনিক রদবদল নিয়ে জোরচর্চা চলছে দলের নিচু তলার নেতা কর্মীদের মধ্যে।
ইতিমধ্যেই দিনহাটা ও সিতাই বিধানসভার কিছু অঞ্চল সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি করেছে ঘাসফুল শিবির। জেলাজুড়ে অঞ্চল সভাপতি পদে রদবদল নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও অঞ্চলস্তরে রদবদলের সম্ভাবনার কথা অস্বীকার করেননি ঘাসফুলের নেতারা।
এবিষয়ে তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন বলেন, লোকসভার ভোটের ফলাফল দল পর্যালোচনা করছে। যে সব অঞ্চলে ফল খারাপ হয়েছে, সেই অঞ্চলে আরও বেশি পর্যালোচনা করা হচ্ছে। নেতারাও রিপোর্ট পাঠিয়েছে। দলও সেই রিপোর্ট সংগ্রহ করেছে। তার ভিত্তিতে দল সিধান্ত নেবে। তাতে রদবদল হওয়ার হলে সেটাও হবে। আগামী বিধানসভা ভোটে জেলায় সব আসনে জয়ের জন্য সংগঠনকে মজবুত করতে হবে।