• পোষ্যকে ঢিল মারা নিয়ে ঝামেলা, দুই পরিবারের বিবাদ গড়াল থানায়
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পোষ্যকে ঢিল মারা ঘিরে ঝামেলার সূত্রপাত। এরই জেরে মারধর, এমনকী শ্লীলতাহানির অভিযোগ। অবশেষে প্রতিবেশী দুই পরিবারের বিবাদ গড়াল জলপাইগুড়ির কোতোয়ালি থানায়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়েরকারী দুই মহিলা। শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়ার এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। এক মহিলার বক্তব্য, আমাদের বাড়িতে একটি বিদেশি ব্রিডের সারমেয় রয়েছে। ওকে নিয়ে যখনই আমরা বাড়ির বাইরে বের হই, প্রতিবেশী এক মহিলা ঢিল ছুড়ে মারেন। এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। ১৭ ফেব্রুয়ারি দুপুরেও অভিযুক্ত মহিলা ও তাঁর ছেলে আমাদের পোষ্যর গায়ে  ঢিল ছুড়ে মারে। এতে আমাদের পোষ্য জখম হয়। প্রতিবাদ করলে উল্টে ওই প্রতিবেশী মহিলা ও তাঁর ছেলে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। মারধর করেন। আমার শ্লীলতাহানিও করা হয়।


    যদিও অভিযোগ উড়িয়ে অপরপক্ষের মহিলার দাবি, আমার স্বামী চা বাগানে চাকরি করেন। বাইরে থাকেন। ছেলেকে নিয়ে বাড়িতে থাকি আমি। প্রতিবেশী ওই পরিবার আমাকে নানাভাবে উত্যক্ত করে। প্রতিবাদ করায় তারা দল বেঁধে বাড়িতে ঢুকে আমাকে এবং আমার ছেলেকে ওরাই মারধর করেছে। তাঁর দাবি, পোষ্যকে ঢিল মারার কোনও ঘটনাই ঘটেনি। আসল ঘটনা ধামাচাপা দিতে ওরা মিথ্যে অভিযোগ সাজাচ্ছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।ঘটনায় দু’পক্ষের পিছনেই রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার কাউন্সিলার তিয়াস সিনহা গোস্বামীর বক্তব্য, যে পরিবার পোষ্যকে ঢিল মারার অভিযোগ তুলছে, তারা মোটেই ঠিক বলছে না। তাদের পরিবারের লোকজনই প্রতিবেশী এক মহিলা ও তাঁর ছেলেকে মারধর করেছেন। পুলিস ব্যবস্থা না নিলে আমি নিজে থানায় যাব। 


    অন্যদিকে, যুব তৃণমূল নেতা অজয় শা’র দাবি, একটি নিরীহ পোষ্যকে ঢিল ছুড়ে মেরে জখম করা হয়েছে। প্রতিবাদ করায় অভিযুক্ত প্রতিবেশী মহিলা ও তাঁর ছেলে মিলে ওই পোষ্যের মালকিনকে মারধর করেছে। অভিযুক্তদের সম্পর্কে আরও নানা অভিযোগ রয়েছে। আমরা চাই, পুলিস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিক। 
  • Link to this news (বর্তমান)