মার্চ থেকে রাতে খোলা থাকবে ওষুধের দোকান, ৩০ ব্যবসায়ীকে নিয়ে রোস্টার
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: মার্চের প্রথম তারিখ থেকেই ময়নাগুড়ি শহরে রাতে খোলা থাকবে ওষুধের দোকান। এই বিষয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি জোনের সদস্যরা বৈঠক করে রোস্টার বানিয়েছে। প্রতিদিন একজন করে ওষুধ ব্যবসায়ী সারারাত ধরে ওষুধের দোকান খোলা রাখবেন। রোস্টারে ৩০জন ব্যবসায়ীর নাম লিপিবদ্ধ করা হয়েছে। কোন ওষুধের দোকান কোনদিন খোলা থাকবে, সেটা মাইকিং করে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে জানানো হবে।
ময়নাগুড়িতে রাতে ওষুধের দোকান খোলা থাকে না। ফলে রাত বিরেতে ওষুধ প্রয়োজন হলে সাধারণ মানুষকে বেদম সমস্যায় পড়তে হয়। এমন অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে পুরসভা বিভিন্ন ওষুধ ব্যবসায়ীদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক করেছিল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের এসডিও তমোজিত্ চক্রবর্তী। সেই বৈঠকের মধ্য দিয়ে এসডিও জানিয়েদেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে, রাতে হোক কিংবা দিনে কোন মানুষের যেন চিকিৎসা এবং ওষুধের ক্ষেত্রে সমস্যা না হয়। তিনি ব্যবসায়ীদের রোস্টার বানানোর জন্য বলেদেন। দোকান চিহ্নিত করতেও বলে দেওয়া হয় ওই বৈঠকে। এসডিওর আলোচনার পর বুধবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি জোনের ব্যবসায়ীরা বৈঠকে বসে রাতে দোকান খোলার সিদ্ধান্ত নেন। এই সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদ্যুৎ সাহা বলেন, দীর্ঘক্ষণ বৈঠক চলার পর আমরা রোটেশন করে নিয়েছি। তৈরি হয়েছে রোস্টার। প্রতিদিন একজন করে ব্যবসায়ী দোকান খোলা রাখবে। আশা করছি, রাতে কোনও ওষুধের জন্য কারও সমস্যা হবে না। নিরাপত্তার বিষয়টিও আমরা সেদিনের বৈঠকে তুলেছি। আশ্বাস পেয়েছি, আমাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা থাকবে। আইসি সুবল ঘোষ বলেন, রাতে ময়নাগুড়ি শহরজুড়ে প্রচুর নিরাপত্তা থাকে। যেহেতু ওষুধের দোকান খোলা থাকবে, সে কারণে সেখানেও আমাদের নিরাপত্তা থাকবে।