• ফিসফাস, চায়ের আড্ডায় তর্ক ইডির অভিযান নিয়ে দিনভর চর্চা শহরে
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দৃশ্য-১, খেলাঘর মোড়। স্টেশনারি দোকান। চকোলেট, বিস্কুট, সিগারেট থেকে চাল, ডাল সব-ই মেলে। সিগারেট কিনতে গিয়ে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা নিয়ে দোকানদারকে প্রশ্ন করেন এক ক্রেতা। দোকানদার নিরুত্তর। পাশে বাজারের থলে নিয়ে দাঁড়িয়ে থাকা আরএক ক্রেতা বললেন— বড় ব্যবসায়ী শুনেছি।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এমন ছবি ধরা পড়েছে ওই দোকানে। 


    দৃশ্য-২, কলেজপাড়ায় একটি চায়ের দোকান। বেলা ১২টা নাগান সেখানে মাঝ বয়েসি চার ব্যক্তি গল্প করছিলেন। তাঁদের আলোচ্য বিষয়ও ছিল— ইডি হানা। চায়ের কাপ হাতে তাঁদের একজন বলেন, ওই ব্যবসায়ী পরিচিত। এলাকায় তাঁর ইমেজ স্বচ্ছ। তাঁর বাড়িতে ইডি হানা দেবে ভাবতে পারছি না। শুধু ওই দুটি ঠেকে নয়, এদিন দিনভর শিলিগুড়ি শহরের এনজেপি থেকে সুভাষপল্লি, বিধান মার্কেট, হিলকার্ট রোড, জংশন, প্রধাননগর সর্বত্র একই চর্চা চলেছে। স্থানীয়দের বক্তব্য, বিভিন্ন সময় শিক্ষা, স্বাস্থ্য, রেশন ব্যবস্থা, গোরু পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। 


    সেগুলি নিয়ে ইডি, সিবিআই তদন্তও হয়েছে। কিন্তু এই প্রথম কোনও ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি।  যদিও ওই ব্যবসায়ী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। ওই ব্যবসায়ীর বাড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলার কংগ্রেসের সুজয় ঘটক বলেন, ঘটনা শুনেছি। তবে ইডি কেন ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে, তা বলতে পারব না।   
  • Link to this news (বর্তমান)