• লেবু পাড়ায় অঙ্গনওয়াড়িতে তালা, পুলিসে হস্তক্ষেপে মিটল সমস্যা
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝোলালেন এক ব্যক্তি। কেন্দ্রে আসা এক পড়ুয়া একটি লেবু ছিঁড়ে নিয়েছে। আর সেই ক্ষোভে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝোলালেন ভূমিদাতা।  বৃহস্পতিবার পুলিস গিয়ে সেই তালা খুলে দেয়। ঘটনাটি ধূপগুড়ির ঝাড়মাগুরমারী এলাকার।


    বহুদিন থেকেই ৩৯০ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারটি চলতো। মঙ্গলবার হঠাৎ   সেন্টারে তারা ঝুলিয়ে দেন ভুমিদাতা মজিন রায়। তাঁর বক্তব্য, প্রতিদিন অঙ্গনওয়াড়ি সেন্টারে আসা শিশুরা লেবু ছিঁড়ে নিয়ে যায়। 


    বারণ করলেও শোনে না। তাই দরজায় তালা লাগিয়েদিয়েছি। এদিন পুলিস ভূমিদাতাকে এক প্রকার ধমকি দিয়ে সেন্টারে লাগানো তালা খুলে দেয়। 


    সেন্টারের সুপারভাইজার পিয়ালি পাল বলেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে আসা শিশুরা লেবু ছিঁড়ত বলেই ভূমিদাতা তালা লাগিয়ে দেয়। অনেক বলার পরেও তালা না খোলানোয় আমরা পুলিসের সাহায্য চাই। 


    অভিভাবক বিনোদিনী রায় বলেন, শিশুরা এক-দুটি লেবু পেরে নিয়েছে। লেবুর বাজারে দাম নেই। একটা লেবু এক টাকারও কম। আর তাতেই ভূমিদাতা এই রকম আচরণ করল।
  • Link to this news (বর্তমান)