• নিয়োগের দাবিতে স্মারকলিপি
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: প্রতিশ্রুতি মতো নিয়োগের দাবিতে বৃহস্পতিবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দিল প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। তারা মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান। এরপর প্রাক্তন কেএলওদের কয়েকজনের প্রতিনিধি গিয়ে জেলাশাসকে প্রতিশ্রুতি মতো নিয়োগ সহ একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। 


    এবিষয়ে প্রাক্তন কেএলও ও কেএলও লিংম্যান সদস্যরা বলেন, প্রাক্তন কেএলও ও কেএলও লিঙ্কম্যান সদস্যরা দীর্ঘদিন ধরে স্পেশাল হোম গার্ডে চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু ভেরিফিকেশন হওয়ার পরেও তারা চাকরি পাননি। সেই কারণে এদিন আমরা স্পেশাল হোমগার্ডের চাকরির দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিই। 
  • Link to this news (বর্তমান)