• শিখার বক্তব্য নিয়ে তোপ গৌতমের
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার জিগির তোলায় ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে জবাব দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের স্বার্থে আলিপুরদুয়ার ও কালিম্পংকে আলাদা জেলা করা হয়েছে। মিনি সচিবালয় উত্তরকন্যা হয়েছে। কোচবিহার থেকে মালদহ পর্যন্ত প্রতিটি জেলার বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হয়েছে। কাজেই বঞ্চনার অভিযোগ ঠিক নয়। এবার এখানে আলাদা রাজ্যের জিগির তুলেও কিছু হবে না। ছাব্বিশের নির্বাচনে উত্তরবঙ্গ থেকে সাফ হয়ে যাবে পদ্ম শিবির।
  • Link to this news (বর্তমান)