নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক ও পেনশন আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। আগামী ১১ মার্চ দুপুর দুটোয় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে গ্রাহকরা অংশ নেবেন অনলাইনে। ডাকবিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে যে সব অভিযোগ জমা হয়েছে এবং সেগুলির নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহক। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। তবে আদালতে বিচারাধীন কোনও বিষয় এখানে আনা যাবে না। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ইমেলে বা ডাকযোগে তা পাঠাতে হবে। চিঠি আসবে ‘এসসি দাস, এডিপিএস (সিএস), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্টবেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ইমেল পাঠাতে হবে cpmg_wb@indiapost.gov.in ঠিকানায়।