• নারায়ণা হেলথ সিটির শিলান্যাস
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মানে নাকি কোনও বিনিয়োগই নয়, কোনও ব্যবসাই নয়? নিন্দুকরা এইবার চোখ খুলে দেখুন! বৃহস্পতিবার দুপুরে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অদূরে নারায়ণা হেলথ গোষ্ঠীর ১১০০ বেডের হাসপাতাল তথা বাংলায় বৃহত্তম হেলথ সিটির শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন উপস্থিত এনএইচ গোষ্ঠীর চেয়ারম্যান বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ দেবী শেঠি। মমতা বলেন, এই হাসপাতালে ১৫০০ কোটি টাকার বিনিয়োগ হবে। প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ডাঃ শেঠি বলেন, মুখ্যমন্ত্রীর এই বছরের বিজনেস সামিটের থিম প্রকৃত অর্থেই ‘পশ্চিমবঙ্গ মানে ব্যবসা, বেঙ্গল মিনস বিজনেস’! তিনি আরও জানান, মাসে ২০-৫০ হাজার আয়ের মানুষের জন্য অপারেশন সহ ১ কোটি টাকার স্বাস্থ্যবিমা আনছেন তারা। বছরে সেজন্য প্রিমিয়াম দিতে হবে মাত্র ১০ হাজার টাকা। 
  • Link to this news (বর্তমান)