• বিল্ডিং, ট্রেড লাইসেন্স, বিনোদন কর খাতে ফি-বৃদ্ধির প্রস্তাব পুর বাজেটে
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়ের সঙ্গে খরচ বেড়েছে। গত কয়েক বছরে পুরসভার রাজস্ব ক্রমাগত বৃদ্ধি হয়েছে বটে তবে ব্যয়ভার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধি চোখে পড়ছে না। বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদারদের পুরসভা সময়মতো পাওনা টাকা মেটাতে পারছে না। এর সঙ্গে রয়েছে অবসরপ্রাপ্তদের পেনশন এবং গ্র্যাচুইটি দেওয়ার চাপ। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবায় (জল, জঞ্জাল, নিকাশি) কোনও কর না চাপালেও অন্যান্য ক্ষেত্রে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পেশ হওয়া আগামী আর্থিক বছরের (২০২৫-’২৬) পুর বাজেটে তার উল্লেখ রয়েছে। বাড়তে থাকা খরচ সামলাতে বিল্ডিং, লাইসেন্স, বিনোদন কর সহ বিভিন্ন খাতে চার্জ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। 


    পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) কিংবা বিশ্ব ব্যাঙ্ক এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অনুদান নিতে গেলেও জল কর কিংবা জঞ্জাল কর নেওয়ার চাপ রয়েছে। কিন্তু সাধারণ মানুষের উপর চাপ বাড়াতে রাজি নয় তৃণমূল পুরবোর্ড। তবে পরিষেবার ক্ষেত্রে কর নেওয়া না হলেও বিশেষ ক্ষেত্রে ফি নেওয়া এবং তা বৃদ্ধির সুযোগ রয়েছে। তাই বিল্ডিং, বিনোদন কর, লাইসেন্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে জঞ্জাল কর সহ বিভিন্ন খাতে চার্জ পাঁচ থেকে সাত শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। 


    বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফি বা চার্জ রয়েছে, সেগুলি বিভিন্ন ধাপে জমি-বাড়ির আয়তন, এরিয়া ভিত্তিক নেওয়া হয়। সেগুলি বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিনোদন করের ক্ষেত্রেও যে বিভিন্ন ধরনের চার্জ রয়েছে সেগুলি এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে। এতদিন গঙ্গাবক্ষে ভ্রমণ, পার্টি কিংবা নৌকায় চড়ে অনুষ্ঠানের ক্ষেত্রে পুরসভা কোনও বিনোদন কর নিত না। বিভিন্ন মাঠে টার্ফ তৈরি করে যে খেলাধুলা চলে, সেগুলি থেকেও বিনোদন কর নেওয়া হতো না। এবারের বাজেটে এগুলি যুক্ত করা হয়েছে। লাইসেন্সের ক্ষেত্রে শহরের বুকে ২২১ রকমের ব্যবসার ক্ষেত্রে ‘সার্টিফিকেট অব এনলিস্টমেন্ট’ দেয় পুরসভা। তার যে চার্জ ছিল, সেগুলি বাড়ানোরও প্রস্তাব রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে যে জঞ্জাল ফি নেওয়া হয়, তা আইন অনুসারে গ্রিন ট্রাইবুনালের নিয়ম মেনে বিভিন্ন পর্যায়ে পাঁচ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে বাজেটে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)