ইউএসজি সহ একাধিক পরিষেবার উদ্বোধন যামিনীভূষণ হাসপাতালে
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার ইছাপুরে উত্তর বারাকপুর পুরসভা পরিচালিত যামিনীভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি সহ একাধিক পরিষেবার উদ্বোধন করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। একটি কর্পোরেট সংস্থার সহযোগিতায় এদিন ওই হাসপাতালে এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন, হেমাটোলজি অ্যানালাইজার, ডিজিটাল রেডিওগ্রাফি প্যানেল, আইসিইউ ভেন্টিলেটর মেশিন-সহ একাধিক পরিষেবা অনুষ্ঠানিকভাবে শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ, চেয়ারম্যান পরিষদের সদস্য প্রদীপ বসু প্রমুখ।
পার্থ ভৌমিক বলেন, একটি সংস্থা এগিয়ে এসে তাদের সিএসআর ফান্ড থেকে আর্থিক সহযোগিতা করেছে। সেখান থেকে চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেশিনগুলি কেনা হয়েছে। এর ফলে উত্তর বারাকপুর পুরসভার বহু মানুষ চিকিৎসার ক্ষেত্রে উপকৃত হবেন। পুরসভাকে এটা ভালো করে প্রচার করতে হবে, যাতে মানুষ এর সুযোগ নিতে পারে। এখানে অনেক কম খরচ লাগবে। সাধারণ মানুষের খুবই উপকার হবে। এই হাসপাতালকে কী করে আরও সুন্দর করে তোলা যায়, সে ব্যাপারে পরিকল্পনা হচ্ছে।