• ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা লোপাট, কলকাতা থেকে গ্রেপ্তার দুই
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বর্ধমান: মোবাইল হারিয়ে যাওয়ার পর গ্রাহকের দু’টি অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতদের নাম ভোলু সিং ও সাদ্দাম হোসেন। হুগলির চুঁচুড়া থানা এলাকায় ভোলুর বাড়ি। অপরজনের বাড়ি কলকাতার তালতলা থানা এলাকায়। বুধবার রাতে কলকাতার তিলজলা থানা এলাকা থেকে ভোলুকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তালতলা থানা এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।  দু’জনকে পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।


    পুলিস জানিয়েছে, গত ১৩ জানুয়ারি গলসি থানার হিট্টা গ্রামের এক বাসিন্দার মোবাইল খানা জংশন বাজারে হারিয়ে যায়। মোবাইলে দু’টি সিম ছিল। পরেরদিন তিনি গলসি থানায় ডায়েরি করেন। ১৫ জানুয়ারি তিনি স্টেট ব্যাঙ্কের বর্ধমান প্রধান শাখায় এসে অ্যাকাউন্টের বিষয়ে খোঁজ নেন। সেখান থেকে তিনি জানতে পারেন, তাঁর দু’টি অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৩৩ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয়েছে। সেই টাকা ভোলুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে ভোলুর অ্যাকাউন্টের বিষয়ে তথ্য সংগ্রহ করে পুলিস। মোবাইলের সূত্র ধরে তার হদিশ পায় পুলিস।


    গাঁজা সহ যুবক গ্রেপ্তার: গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম মিঠু পাশোয়ান। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায় সে থাকে। পুলিস জানিয়েছে, বুধবার রাতে গাংপুরের দিক থেকে বাইকে চেপে বর্ধমানের দিকে আসছিল মিঠু। শক্তিগড় কবরস্থানের কাছে পুলিস তাকে আটকায়। তল্লাশিতে বাইকের পিছনে দু’টি বস্তা থেকে ১৯ কেজি ১১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। পুলিস তার মোবাইল এবং গাড়ি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও ধৃতের কাছ থেকে নগদ টাকাও পেয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়।  ধৃতের পাঁচদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন বিশেষ আদালতের বিচারক।
  • Link to this news (বর্তমান)