জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় কলকাতা থেকে গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তকে বুধবার রাতে চিংড়িঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করল প্রগতি ময়দান থানার পুলিস। মহম্মদ আরিফ নামে ওই অভিযুক্ত তাঁর সঙ্গীদের নিয়ে কলকাতায় এসেছিলেন আশ্রয় নিতে। তাঁর দুই শাগরেদ মনোজ বসাক ও বিশাল বারিককেও গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। জানা গিয়েছে, পাঁচ যুবক সাঁতরাগাছি থেকে নিউটাউন যাবেন বলে একটি অ্যাপ ক্যাবে ওঠেন। কিন্তু তাঁদের কথাবার্তা সন্দেজহজনক মনে হয় চালকের। গাড়িটি চিংড়িঘাটা এলাকায় আসতেই সেখানে পুলিস দেখতে পেয়ে চালক গাড়িটি থামিয়ে দেন। গাড়ি থেকে নেমে গোটা বিষয়টি জানান পুলিসকে। সঙ্গে সঙ্গে এলাকায় আসেন প্রগতি ময়দান থানার অফিসাররা। এর মাঝে বাকিরা পালিয়ে গেলেও গাড়িতে বসেছিলেন আরিফ। পুলিস এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ঝাড়খণ্ডে গুলি চালিয়ে তাঁরা কলকাতায় আশ্রয় নিতে এসেছিলেন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানানো হয় বিধাননগর কমিশনারেটে। এদিকে, বিধাননগর দক্ষিণ থানা সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ওই ক্যাব থেকে পালিয়ে যাওয়া আরও দু’জনকে গ্রেপ্তার করে। ওই দু’জন পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই নিরাপত্তারক্ষীরা তাঁদের আটক করে থানায় খবর দেন। বাকিদের খোঁজ চলছে।