• মহানগরে বেআইনি পার্কিং নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার শহর কলকাতায় যত্রতত্র পার্কিং নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। শহরে বেআইনি পার্কিং নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের (দাস) ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কলকাতায় অবৈধ গাড়ি পার্কিংয়ের উপর পুলিসকে কড়া নজরদারি করতে হবে। আদালত আরও জানিয়েছে, বেআইনি পার্কিং দেখলেই সেই গাড়িতে কাঁটা দিয়ে রাখতে হবে। অবৈধভাবে পার্কিং করলে বড় জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। পাশাপাশি বেআইনি পার্কিং নিয়ে বিভিন্ন ঘোষণাও জারি রাখতে বলেছে ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (বর্তমান)