• দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়, কেমন আছেন দাদা?
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়। ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বা তাঁর কনভয়ে থাকা কোনও ব্যক্তির আঘাত লাগেনি।

    এ দিন বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়ের সামনে একটি লরি আচমকা ব্রেক কষে। আর এতেই ঘটে বিপত্তি। সৌরভের গাড়ি চালকও ব্রেক কষেন। কনভয়ের পিছনের দুটি গাড়ি ব্রেক কষলেও তাদের মধ্যে ধাক্কা লাগে। পুলিশ সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়িটির কোনও ক্ষতি হয়নি। তাঁর কনভয়ের পিছনে থাকা গাড়িগুলির সামান্য ক্ষতি হলেও চালক-সহ অন্যান্যরা সুস্থ রয়েছেন। এই ঘটনার পরেও অবশ্য বর্ধমানের নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিয়ে কথা রেখেছেন সৌরভ। 

    এই দুর্ঘটনার পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ভারতীয় দলে সুযোগ পাওয়া, অধিনায়কত্বের অভিজ্ঞতাও ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র, এই অনুষ্ঠান থেকে বার্তা সৌরভের। 

    সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বর্ধমানে আসার জন্য দীর্ঘদিন ধরে আমাকে বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছিল। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। জেলা থেকে আগামীতেও খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে।’

  • Link to this news (এই সময়)