ট্যাংরার ছায়া এ বার বীরভূমেও। শুক্রবার সকালে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় এলাকায় উদ্ধার হল একই পরিবারের তিন জনের নিথর দেহ। জানা গিয়েছে, মৃতেরা সম্পর্কে মা এবং ছেলে-মেয়ে। স্থানীয় সূত্রে খবর, মৃতার স্বামী কর্মসূত্রে জেলার বাইরে থাকেন।
তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদের নাম লক্ষ্মী মার্ডি(২৫), রুপালি মার্ডি (১০), অভিজিৎ মার্ডি (৫)। এ দিন সকালে বাড়িতে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পরে খবর দেওয়া হয় মহম্মদ বাজার থানার পুলিশকে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত লক্ষ্মী মার্ডি স্বামী লালু মার্ডি কাজ করেন দুর্গাপুরে। তবে কী কারণে ও কী ভাবে এই তিনজনের মৃত্যু সে বিষয়ে তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। এই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ম্যানেজার পাড়া এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন পুলিশের বড় বাহিনী। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তিনজনের।